কমলগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাবে ৩১ হাজার শিশু

কমলগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৩, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাবে ৩১ হাজার শিশু

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ৪ থেকে ১৫ অক্টোবর পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে ৩১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২১৬টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুইয়া। মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও রামভজন কৈরী। এছাড়া বক্তব্য দেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, স্যানিটারি ইন্সপ্টের দুলাল মিয়া, মাওলানা ঈমান উদ্দীন প্রমুখ।

 

এসডি/আরআর-১০