কুলাউড়া প্রতিনিধি
                        সেপ্টেম্বর ২৩, ২০২০
                        
                        ১০:১০ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
                        
                        ১০:১০ অপরাহ্ন
                             	
 
                        
             
    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী রেললাইন থেকে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। নিহত যুবকের মুখে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।
জেএইচ/আরআর-০২