এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় জুড়ীতে মানববন্ধন

হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি


সেপ্টেম্বর ২৭, ২০২০
১০:০২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০
১১:০৭ অপরাহ্ন



এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় জুড়ীতে মানববন্ধন

মৌলভীবাজার জেলার জুড়ীতে ঐতিহ্যবাহী এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জুড়ী নাইট চৌমুহনীতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে এবং কলেজের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফ ও বর্তমান শিক্ষার্থী জাহিদুল ইসলাম শপুর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছহাক আলী, জাফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান আজিজ, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস কাজল, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রঞ্জন পাল, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিন আহমেদ, সহকারি শিক্ষক রিপন কুমার দাস, প্রতিবাদী নারী নেত্রী খোরশেদা তাবাসসুম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, দৈনিক শুভ প্রতিদিন জুড়ী প্রতিনিধি কামরুল ইসলাম পলাশ, এমসি কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ উজ্জ্বল, সাজিদ  মাহমুদ, জমির উদ্দিন, আরজে হাসান, জুবায়ের ইকবাল, শোয়েব আহমেদ প্রমুখ

মানববন্ধনে বক্তরা ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

 

এএফ/০৮