কমলগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২০
১১:২২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০
১১:২২ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দুই হাজার ফলদ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন স্থানে চারা বিতরণ ও রোপণ করেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
সকাল ১০টা থেকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, আলীনগর, মাধবপুর, কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার ও পতনউষার ইউনিয়নে এসব ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি'র সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ও প্রকৌশলী তৌফিক আহমেদ বাবু, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসীদ আলী, সম্পাদক অবনী কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, আলাল আহমেদ, আলীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজউদ্দীন আহমদ, সম্পাদক শাহীন আহমেদ, ইসলামপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক ধীরেন্দ্র কুমার, ইসলামপুর যুবলীগের সভাপতি বাবুল আহমেদ, সম্পাদক সাজ্জাদুর রহমান, মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রমুখ।
এসডি/আরআর-০১