কুলাউড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২০
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাটাবাড়ি পানপুঞ্জিতে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারী দল হামলা চালিয়ে পানজুম দখল করেছে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতিকারীরা দিনভর পুঞ্জি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লুটপাট চালায় মর্মে রবিবার বিকেলে পানজুমের মালিক জস্পার আমলরং কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের রফিক মিয়া (৪০), বশির মিয়া (৩৫), উস্তার আলী (৪৫) ও হারুন মিয়ার (৫০) নেতৃত্বে ১৫-২০ জন লোক রবিবার ভোর আনুমানিক ৪টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পানপুঞ্জিতে প্রবেশ করে। দুষ্কৃতিকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে পানজুমের পাহারাদারদের তাড়িয়ে দেয়। এরপর দিনভর পান লুট ও গাছপালা কেটে তাণ্ডব চালায় পানপুঞ্জিতে। পানজুমের পাহারাদাররা জুমের মালিককে বিষয়টি জানালে পুঞ্জিবাসী বাধা দিতে গেলে হামলাকারীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে পুঞ্জিবাসী ভয়ে ফিরে আসেন।
পানজুমের মালিক জস্পার আমলরং জানান, যেভাবে দুষ্কৃতিকারীরা লুটপাট চালাচ্ছে এতে পানজুমে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হবে।
কর্মধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, পানজুমের মালিক জস্পার ও পুঞ্জিবাসী মোবাইল ফোনে আমাকে জানান বস্তির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে পানজুম জবরদখল করেছে। বিষয়টি দেখে আমি চেয়ারম্যানসহ প্রশাসনকে অবহিত করি। বিকেল পর্যন্ত জবরদখলকারীদের পুঞ্জির পান লুট করতে দেখা গেছে।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং পানজুম জবরদখলের বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে তারা জুম দখল করেনি, এটা তাদের ক্রয়কৃত জায়গা। আমি উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, পানজুমে হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচ/আরআর-০২