মৌলভীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন
বাড়ি থেকে আনা টিফিনের টাকা জমিয়ে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে এক লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন ধরণের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম ও জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর হাতে সংগঠনের পক্ষ থেকে চারা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার উপদেষ্টা শরীফ আহমেদ, কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জুড়ী শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহি আজিজি, সাধারণ সম্পাদক প্রাঞ্জল দাশ প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৩৭টি জেলায় ভ্রাম্যমাণভাবে ৭৪ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও ১ লাখ গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএইচ/আরআর-০৯