বড়লেখায় ৬১ পরিবারে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন



বড়লেখায় ৬১ পরিবারে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দরিদ্র ৬১টি পরিবারের মাঝে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি/আর (টেস্ট রিলিফ) ও কাবিটা প্রকল্প থেকে উপকরণগুলো বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।

নিজবাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর। এ সময় উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলার প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, শামীম আহমদ, রশিদ আহমদ সুনাম, সাজু আহমদ প্রমুখ।

 

এজে/আরআর-০৪