কমলগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন



কমলগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জের লক্ষীপুরে করুণাময় দাস নামের এক ব্যক্তির বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলেন এ অভিযোগ করেন করুণা দাসের ছেলে নান্টু দাস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাষক অঞ্জন রায়।

লিখিত বক্তব্যে নান্টু দাস বলেন, ২০০৪ সালের ১৬ আগস্ট পারিবারিক জজ আদালত মৌলভীবাজারের আদেশে মালতী রাণী মালাকারের কাছ থেকে আব্দুল মন্নান খসরু জমিটি ক্রয় করেন। পরে তিনি জমি ভরাট করে তার গরুর ফার্মের জন্য গোডাউন তৈরি করেন। দীর্ঘ ১০ বছর ভোগদখলের পর ২০১৪ সালে আব্দুল মন্নান খসরুর জমিটি তার (নান্টু দাসের) বাবা করুনাময় দাস ক্রয় করেন। পরবর্তীতে গোডাউনটি পুনঃমেরামত করে একটি অংশ বাসন্তী রাইস মিলের পরিচালক কানু দেবের নিকট ভাড়া দেন। অপর অংশে বাউন্ডারি পুনঃনির্মাণ করার জন্য নির্মাণসামগ্রী রাখা হয়। সম্প্রতি ওই জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে রহিমপুরের ইউপি সদস্য আব্দুস সালামের। তিনি করুণাময় দাসের ছেলে নান্টু দাসের কাছে দেড় লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তার খরিদকৃত জমি নিয়ে ঝামেলা হবে বলে হুমকি দেন। একপর্যায়ে অমর মালাকার বাদী হয়ে সিআর ২৩৯/২০২০ স্বত্ত্ব মামলা দায়ের করেন। এই মামলার জেরে গত ২৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের নেতৃত্বে অমর মালাকার তার পরিবারের লোকজন নিয়ে বসতভিটা (গোডাউন) দখলের চেষ্টা করে। খবর পেয়ে করুণাময়সহ স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে গেলে মর মালাকারের লোকজনের হামলায় ৩-৪ জন আহত হন। এ ঘটনার পর উল্টো অমর মালাকারের স্ত্রী পলী মালাকার গোডাউনকে নিজের দাবি করে মিথ্যা সংবাদ সম্মেলন করেন।

নান্টু দাস সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জালিয়াতির আশ্রয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের সহযোগিতায় অমর মালাকার তার পিতার খরিদকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করায় তার পরিবার ভীতসন্ত্রস্ত। সংবাদ সম্মেলনে তার পরিবারের নিরাপত্তাসহ এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

 

এসডি/আরআর-০৬