জৈন্তা শ্রমিক ইউনিয়নের নির্বাচন : ১০ পদে মনোনয়ন দিলেন ৩৮ জন

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২০
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৬:০৯ অপরাহ্ন



জৈন্তা শ্রমিক ইউনিয়নের নির্বাচন : ১০ পদে মনোনয়ন দিলেন ৩৮ জন

সিলেটের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং-১৯০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচনে আজ শুক্রবার (২ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০টি পদের বিপরীতে ৩৮ জন মনোনয়পত্র দাখিল করেছেন। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর এই শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব সিলেটের ৪টি উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য নির্বাচনে এ সংগঠনের প্রায় ৩ হাজার ৪শ ৮০ জন ভোটারের মধ্য থেকে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে ১০টি পদের জন্য ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাদের মধ্যে সভাপতি পদের প্রার্থীরা হলেন- সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুর রহমান, মো. আলী আকবর, মো. এনামুল হক এনাম ও মো. জমির উদ্দিন। সহ-সভাপতি পদের প্রার্থীরা হলেন- মো. সমসুর উদ্দিন, মো. শাহাব উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. জামাল উদ্দিন ও মো. কামাল হোসেন। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মো. আব্দুর রব, মো. মোস্তফা কামাল ও মো. আব্দুর রব। সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মো. মামুনুর রশিদ, মো. আজিজুর রহমান, মো. মাজিদুল হক মজিদ, মো. সিরাজ উদ্দিন ও মো. আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মো. সুনু মিয়া ও মো. লিয়াকত আলী। দপ্তর সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মো. হাবিব আহমদ ও মো. তোফাজ্জল হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মো. শাহাজান আহমদ, মো. হেলাল মিয়া ও মো. জামিল আহমদ। কোষাধ্যক্ষ পদের প্রার্থীরা হলেন- মো. জামাল উদ্দিন ও মো. মোস্তফা মিয়া। প্রচার সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মো. আব্দুর শুকুর, মো. আনিছ উদ্দিন ও মো. সুহেল আহমদ। কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন- মো. অদুদ মিয়া, মো. নেকই মিয়া, মো. আব্দুল হান্নান, মো. ফরিদ উদ্দিন, মো. ধলাই মিয়া, মো. আব্দুল্লাহ, মো. শাহজাহান, মো. ফরিদ মিয়া ও মো. লুৎফুর রহমান।

আগামীকাল ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে, ৬ থেকে ৭ অক্টোবর আপিল গ্রহণ এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে এবং ৮ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ২৪ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংগঠনের বিভিন্ন জটিলতাসহ সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ইতোপূর্বে তফসিল ঘোষণা করেছিল।

 

আরকে/আরআর-০৬