প্রেমিকের সঙ্গে স্ত্রী পালানোয় স্বামীর ‘আত্মহনন’

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৭, ২০২৫
০৯:৪১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২৫
০৯:৪৩ অপরাহ্ন



প্রেমিকের সঙ্গে স্ত্রী পালানোয় স্বামীর ‘আত্মহনন’


সিলেটের জকিগঞ্জ উপজেলায় বসতঘর থেকে মো. মোমিন আহমদ (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

মোমিন গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান পাতাই মিয়ার ছেলে। 

জানা গেছে, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোমিন আহমদ দাম্পত্য জীবনে নানা সমস্যায় ছিলেন।

দীর্ঘদিন থেকে এক ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর পরকীয়া চলছিল। এর জেরে বৃহস্পতিবার ভোরে মোমিনের স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। স্ত্রী পালিয়ে যাওয়ার আক্ষেপে মোমিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দুপুর দুইটার দিকে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলমান রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।’



এএফ/০৪