শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দুই টাকায় খাবার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২০
০৬:৪৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৬:৪৮ অপরাহ্ন



শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দুই টাকায় খাবার বিতরণ

চায়ের নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন 'দ্যা হেল্পিং উইং'। 'দুই টাকায় দুপুরের খাবার' শিরোনামে শ্রীমঙ্গলে প্রথমবারের মত দুই টাকায় খাবার বিতরণ করেছে তারা।

সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে ২ টাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়। 

এ কার্যক্রমে অংশ নেন, সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, মডারেটর তাহনিম, রিমু চৌধুরী, কিরণ ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়া তাদের এই কার্যক্রমে সিলেট থেকে যোগ দেন সংগঠনের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাদের চৌধুরী।

করোনার প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সঙ্গে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য এমন উদ্যোগ জানিয়ে খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনটির মডারেটর রাকান মোহাম্মদ বলেন, 'আমরা চাই না আমাদের সেবা বিনা পয়সায় নিয়ে কারেও আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা দুই টাকা করে রাখি, যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা পেতে পারেন।'

সংগঠনের সমন্বয়ক আরিয়ান বলেন, 'ক্ষুদ্র সামর্থ্যে যতদিন সম্ভব ততদিন এই কার্যক্রম চালিয়ে যেতে চাই আমরা। যে কেউ চাইলে এই মহতি উদ্যোগে শামিল হতে পারেন। সরাসরি টাকা দেওয়ার পাশাপাশি কেউ চাইলে চাল, ডাল, ডিম, তেলসহ অন্যান্য রান্নার সামগ্রী দিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারবেন। এই কার্যক্রম হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুন্দর একটি সুযোগ।'

 

জিকে/আরআর-০৮