কাল থেকে করোনার নমুনা পরীক্ষা করবে সীমান্তিক

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২০
০৪:৪৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৪:৪৮ অপরাহ্ন



কাল থেকে করোনার নমুনা পরীক্ষা করবে সীমান্তিক

আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে বরোনাভাইরাসের নমুনা পরীক্ষা করবে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক পরিচালিত প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানটিকে করোনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। সিলেট বিভাগের এই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল। 

সংশ্লিষ্টরা জানান,  বেসরকারিভাবে সিলেটে এই পিসি-আর ল্যাব স্থাপনের উদ্যোগ নেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ড. আহমদ আল কবির। ইতোমধ্যে উপশহর সীমান্তিক কমপ্লেক্সে পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে ল্যাবের কার্যক্রম শুরু হবে। 

ল্যাবের জন্য জার্মান থেকে অত্যাধুনিক রোশ মেশিন আনা হয়েছে। আইডিসিআর থেকে পরীক্ষার জন্য সীমান্তিকের কাছে দশটি নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনাগুলোর ফলাফল শতভাগ সঠিক হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর তাদের অনুমোদন দেয়। বেসরকারী প্রতিষ্ঠানের জন্য সরকার যে ফি নির্ধারণ করে দিয়েছে সেই ফি দিয়েই এখানে পরীক্ষা করা হবে। এছাড়া বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নমুনা প্রদানের জন্য ০১৭২৭০১০৯৬২ ও ০১৭২৭০১০৯৬৪ এই দুই নাম্বারে যোগাযোগ করা যাবে।

সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম বলেন, ‘রবিবার থেকে আমাদের এখানে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। পিসিআর ল্যাবে এক ধাপে ৯৪টি পরীক্ষা করা যায়। আমরা যত নমুনা পাব তার উপর আমাদের পরীক্ষার সংখ্যা নির্ভর করবে। আমাদের চেষ্টা থাকবে দুপুর ১২টার ভেতর নমুনা সংগ্রহ করার। রাতেই আমরা এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে সেখানে ভর্তি হওয়া করোনার উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহের।  আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে যে কেউ নমুনা দিতে পারবেন।’

এদিকে, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সরকারিভাবে সিলেট বিভাগের জন্য ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে। আগামীকাল রবিবার থেকে বেসরকারিভাবে সীমান্তিকে পরীক্ষা শুরু হবে। এছাড়া হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।

এসব বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘রবিবার থেকে সীমান্তিক কমপ্লেক্সে করোনা পরীক্ষা শুরু হবে। এ নিয়ে সিলেটে সরকারি-বেসরকারি মিলিয়ে তিনটি ল্যাবে করোনা পরীক্ষার নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ল্যাব স্থাপনের জন্য আমরা ঢাকায় সুপারিশ পাঠিয়েছি।’ 

বিএ-০৯