ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে জবানবন্দি দিচ্ছেন রনি, রাজন ও আইনুদ্দিন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২০
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৭:৩৩ অপরাহ্ন



ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে জবানবন্দি দিচ্ছেন রনি, রাজন ও আইনুদ্দিন

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় জবানবন্দি দিচ্ছেন মামলার তিন আসামি মুহিবুর রহমান রনি, রাজন ও আইনুল।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিচ্ছেন রাজন।

জানা গেছে, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে আইনুদ্দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে শাহ মাহবুবুর রহমান রনির জবানবন্দী রেকর্ড চলছে।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে জবানবন্দি দিচ্ছেন রনি ও আইনুল।

দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করে শাহপরান থানা পুলিশ।

গতকাল রাতে এই মামলার অপর তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে।

এর আগে, চাঞ্চল্যকর এই মামলায় গ্রেপ্তারকৃত ৮ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর হয়।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামি অজ্ঞাত।

বিএ-১৩