জেনে নিন মৌলভীবাজার জেলা পুলিশের নতুন মুঠোফোন নম্বর

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ০৪, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন



জেনে নিন মৌলভীবাজার জেলা পুলিশের নতুন মুঠোফোন নম্বর

সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা পুলিশের প্রয়োজনীয় মুঠোফোন নম্বরে পরিবর্তন এসেছে। মোট ১০০টি নতুন নম্বর দেওয়া হয়েছে। নতুন মুঠোফোন নম্বর গত ১ অক্টোবর ২০২০ তারিখ থেকে কার্যকর হয়েছে। নিম্নে জেলা পুলিশের প্রয়োজনীয় নতুন মুঠোফোন নম্বর দেওয়া হলো।

পুলিশ সুপার ০১৩২০-১১৯৭০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ০১৩২০-১১৯৭০২, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ০১৩২০-১১৯৭০৩, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ০১৩২০১১৯৭০৪, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (সদর ও রাজনগর থানা) ০১৩২০-১১৯৭৪৫, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল (কুলাউড়া, বড়লেখা ও জুড়ী থানা) ০১৩২০-১১৯৭৫০, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা) ০১৩২০১১৯৭৫৫, ডিআইও-১ ডিএসবি ০১৩২০-১১৯৭৬০, ডিআইও-২ ডিএসবি ০১৩২০-১১৯৭৬১।

মৌলভীবাজার সদর : অফিসার ইনচার্জ, সদর মডেল থানা- ০১৩২০-১১৯৭৭৫, পুলিশ পরিদর্শক (তদন্ত), সদর থানা ০১৩২০-১১৯৭৭৬, পুলিশ পরিদর্শক (অপারেশন), সদর থানা ০১৩২০-১১৯৭৭৭, ডিউটি অফিসার, সদর থানা ০১৩২০-১১৯৭৮০।

শ্রীমঙ্গল : অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা ০১৩২০-১১৯৮০১, পুলিশ পরিদর্শক (তদন্ত), শ্রীমঙ্গল থানা ০১৩২০-১১৯৮০২, ডিউটি অফিসার, শ্রীমঙ্গল থানা ০১৩২০-১১৯৮০৬।

কমলগঞ্জ : অফিসার ইনচার্জ, কমলগঞ্জ থানা ০১৩২০-১১৯৮২৭, পুলিশ পরিদর্শক (তদন্ত), কমলগঞ্জ থানা ০১৩২০-১১৯৮২৮, ডিউটি অফিসার, কমলগঞ্জ থানা ০১৩২০-১১৯৮৩২।

রাজনগর : অফিসার ইনচার্জ, রাজনগর থানা ০১৩২০-১১৯৮৫৩, পুলিশ পরিদর্শক (তদন্ত), রাজনগর থানা ০১৩২০-১১৯৮৫৪, ডিউটি অফিসার, রাজনগর থানা ০১৩২০১১৯৮৫৮।

কুলাউড়া : অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা ০১৩২০-১১৯৮৭৯, পুলিশ পরিদর্শক (তদন্ত), কুলাউড়া থানা ০১৩২০-১১৯৮৮০, ডিউটি অফিসার, কুলাউড়া থানা ০১৩২০১১৯৮৮৪।

বড়লেখা : অফিসার ইনচার্জ, বড়লেখা থানা ০১৩২০-১১৯৯০৫, পুলিশ পরিদর্শক (তদন্ত), বড়লেখা থানা ০১৩২০-১১৯৯০৬, ডিউটি অফিসার, বড়লেখা থানা ০১৩২০-১১৯৯১০।

জুড়ী : অফিসার ইনচার্জ, জুড়ী থানা ০১৩২০-১১৯৯৩১, পুলিশ পরিদর্শক (তদন্ত), জুড়ী থানা ০১৩২০-১১৯৯৩২, ডিউটি অফিসার, জুড়ী থানা ০১৩২০-১১৯৯৩৬।

জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) : ডিবি'র অফিসার ইনচার্জ ০১৩২০-১১৯৯৫৭, কোর্ট পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) ০১৩২০-১১৯৯৭২, আরআই পুলিশ লাইন্স ০১৩২০-১২০০০৪, টিআই (প্রশাসন) ০১৩২০-১১৯৯৮৭, টিআই (২) ০১৩২০-১১৯৯৮৮, পুলিশ কন্ট্রোল রুম ০১৩২০-১২০৬৯৮, হট লাইন, মৌলভীবাজার পুলিশ-০১৩২০-১২০৬৯৯।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ জানান, পুলিশ হেড কোয়ার্টার থেকে জেলা পুলিশের জন্য নতুন নম্বর দেওয়া হয়েছে। নতুন নম্বরগুলো গত ১ অক্টোবর থেকে চালু হয়েছে। পুরাতন নম্বরগুলো বন্ধ হয়ে যাবে। নতুন নম্বরগুলো জনগনের কাছে পৌঁছানোর জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

 

এসএইচ/আরআর-০৮