মৌলভীবাজার প্রতিনিধি
অক্টোবর ০৫, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় দলীয় প্রার্থী মিছবাহুর রহমানের পক্ষে কাজ করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমল হোসেনকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
আজ রবিবার (৪ অক্টোবর) মৌলভীবাজার পৌরসভার হলরুমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, মসুদ আহমদ, শাহ মোহাম্মাদ আলী শাহেদ, যুগ্ম-সম্পাদক মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, মো. কামাল হোসেন ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
বর্ধিত সভা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মিছবাহুর রহমানকে নির্বাচনে বিজয়ী করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি দলীয় প্রার্থীর পক্ষে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) রাজনগর উপজেলা থেকে প্রচার শুরু করবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমান বলেন, 'সভায় সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিদ্রোহী প্রার্থীকে আমরা ফ্যাক্টর মনে করছি না। আর আমাদের দলের মধ্যে কোনো গ্রুপিং নেই।'
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আজমল হোসেন বলেন, 'দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এই কমিটি সবক'টি উপজেলা সফর করবে। আগামীকাল রাজনগর উপজেলা সফরের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে।'
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান (চশমা প্রতীক) ও বিদ্রোহ প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম (মোটরসাইকেল প্রতীক)।
এসএইচ/আরআর-১১