কমলগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৫, ২০২০
১১:১৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১১:১৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পতনঊষারে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় পতনঊষার উষাদেবী রেলব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে এএসআই আয়েছ মিয়া, হামিদুর রহমান, সবুজ মিয়া ও আনিসুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের মুসা মিয়ার ছেলে মুহিবুর রহমানকে (৩০) আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এসডি/আরআর-০৮