অধ্যক্ষ মুহুরী হত্যায় ৩ আসামির আমৃত্যু কারাবাস

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৬, ২০২০
০৫:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৫:৫১ অপরাহ্ন



অধ্যক্ষ মুহুরী হত্যায় ৩ আসামির আমৃত্যু কারাবাস

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন।

এই তিন আসামি হলেন- আলমগীর কবির,  তসলিম উদ্দিন মন্টু ও আজম।

এ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এক আসামির করা আপিল ও দুই আসামির জেল আপিলের ওপর শুনানি শেষ এই রায় দেওয়া হয়।

রায়ে আদালত বলেন, ‘সাজা সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যেখানে যাবজ্জীবন মানে যতদিন জীবিত থাকবেন।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, ‘আপিল বিভাগ তিন আসামির আপিল খারিজ করে দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।’

গত ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরীর বাসায় ঢুকে অস্ত্রধারী দুবৃ‌র্ত্তরা তাকে হত্যা করে। তার স্ত্রী উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ৬ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। আর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। খালাস পান অপর চারজন।

বিএ-২০