বড়লেখায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি


অক্টোবর ০৭, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন



বড়লেখায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অফিস সহকারী মাসুদুর রহমান তাজকে সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ভজন লাল দাসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি মাসুদুর রহমান তাজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, নারীশিক্ষা একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রভাষক এম এ হাসান, মৌলভীবাজার জেলা বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক আবু লেইছ মো. সালেহ ও সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাস।

সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে- অফিস সহকারীর পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা, বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, প্রশিক্ষণের ব্যবস্থা করা, ম্যানেজিং কমিটিতে অর্ন্তভুক্ত করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা, পদোন্নতির ব্যবস্থা করা, কর্মঘণ্টা নির্ধারণ করা, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় তৃতীয় শ্রেণির কর্মচারীর পদসংখ্যা নির্ধারণ করা, ভাতা প্রদান ও পেনশনের ব্যবস্থা করা। 

 

এজে/আরআর-০৮