রাজনগর প্রতিনিধি
অক্টোবর ০৮, ২০২০
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০১:১৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগরের ১৩টি চা-বাগানের শ্রমিকরা আসন্ন দুর্গাপূজার আগে বোনাস প্রদান ও মজুরি বৃদ্ধির দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
জানা গেছে, ১০২ টাকা দৈনিক মজুরির (হাজিরা) চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২২ মাস পার হয়ে গেছে। নতুন করে ১৫০ টাকা মজুরি (হাজিরা) নির্ধারণ করে চুক্তি সম্পন্ন করার দাবিতে তারা এ ধর্মঘট পালন করেন।
আজ বুধবার (৭ অক্টোবর) ধর্মঘট পালন উপলক্ষে মাথিউড়া, ইটা ও করিমপুর চা-বাগানসহ রাজনগরে ১৩টি চা-বাগানের প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিক সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টা কাজে যোগ দেননি। তারা বাগানের কারখানার সামনে অবস্থান নেন।
এ সময় মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে বক্তব্য দেন, চা-শ্রমিক নেতা দীপংকর ঘোষ, কাজল রায়, শহীদুর রহমান, আমিনা বেগম ও আমির হোসেন। বক্তব্য শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন।
বাগানের বাসিন্দা সাবেক ইউপি সদস্য শ্রমিক নেতা দুর্গা দাশ বলেন, 'চা-বাগান শুধু বাংলাদেশে নয়, চা-বাগান পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। তাদের শ্রমিকদের দৈনিক হাজিরা ১৩৫ টাকা। সে হিসেবে আমাদের শ্রমিকদের হাজিরা ১৫০ থেকে ২০০ টাকা হওয়ার কথা। শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য হাজিরা বৃদ্ধি করা প্রয়োজন।'
এ ব্যাপারে জানতে লংলা ভ্যালির মাথিউড়া চা-বাগানের ব্যবস্থাপক ইবাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি দুই ঘণ্টা কর্মবিরতির কথা স্বীকার করে বলেন, 'শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে। এ বিষয়টি লেবার হাউজের।'
এফএইচ/আরআর-০৭