বড়লেখায় কীটনাশক মেশানো ধান খেয়ে ১৬৫ হাঁসের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি


অক্টোবর ০৮, ২০২০
১১:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২০
১১:০৫ অপরাহ্ন



বড়লেখায় কীটনাশক মেশানো ধান খেয়ে ১৬৫ হাঁসের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে কীটনাশক মেশানো ধান খেয়ে ২ খামারির ১৬৫টি হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাঁসের মালিক শিক্ষিত দাস বড়লেখা থানায় কয়েছ আহমদ (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। কয়েছ সালদিগা গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েছ আহমদের সঙ্গে শিক্ষিত দাস ও অতুল দাসের পূর্ববিরোধ ছিল। মঙ্গলবার বিকেল শিক্ষিত দাস ও অতুল দাসের হাঁস কয়েছের ধানক্ষেতে যায়। এ সময় পূর্ববিরোধের জেরে হাঁসের সামনে কীটনাশক মেশানো ধান ছিটিয়ে দেন কয়েছ। ওই ধান খেয়ে দু'জনের ১৬৫টি হাঁস মারা যায়।

শিক্ষিত দাস বলেন, শত্রুতার জের ধরে কয়েছ আহমদ আমার ও অতুল প্রসাদের ১৬৫টি হাঁসই শুধু মেরে ফেলেনি, আমাদেরকে পথে বসিয়েছেন। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের অভাব মেটাতে হাঁস পালন করছিলাম। এখন আমরা চোখে অন্ধকার দেখছি।'

এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, হাঁস মারা যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 এজে/আরআর-০৪