মৌলভীবাজার পৌরসভার সৌন্দর্যবর্ধন ও উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ০৯, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন



মৌলভীবাজার পৌরসভার সৌন্দর্যবর্ধন ও উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার পৌরসভার সামনের পুকুরের সৌন্দর্যবর্ধন ও শহরের কাশীনাথ সংলগ্ন দিঘির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৌরসভার সামনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ দু'টি কাজের বাস্তবায়নে রয়েছে মৌলভীবাজার পৌরসভা। ২০২১ সালের জুন মাসের ভেতর এই কাজ সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকবর আলী ও মেসার্স মুজিব এন্টারপ্রাইজ। ঠিকাদারদের সঙ্গে দু'টি কাজের চুক্তিমূল্য ২ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৫৩৬ টাকা ৯১ পয়সা।

 

এসএইচ/আরআর-১১