বরুণার পীর সাহেবের জানাজায় মানুষের ঢল

শ্রীমঙ্গল প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন



বরুণার পীর সাহেবের জানাজায় মানুষের ঢল

বৃহত্তর সিলেট বিভাগের বরেণ্য ইসলামি ব্যক্তিত্ব, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহ-সভাপতি, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রাহমান হামিদী পীর সাহেব বরুণার জানাজায় ঢল নেমেছিল মানুষের।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সিলেট, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের লাখো ভক্ত-অনুরাগী অংশ নেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লমা খলিলুর রহমান হামিদী গত কয়েক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জিকে/আরআর-০৪