ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজনগরে মানববন্ধন

রাজনগর প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২০
১১:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২০
১১:৫১ অপরাহ্ন



ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজনগরে মানববন্ধন

মৌলভীবাজারের রাজনগরে ‘জাগো বিবেক মুন্সিবাজার' এর আয়োজনে ধর্ষণ, নির্লজ্জতা, নির্মমতার প্রতিবাদে এলাকাবাসীকে সচেতন থাকার এবং এই অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় অগ্রণী ব্যাংক মুন্সিবাজার শাখার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করে- ব্রাদার্স ক্লাব মুন্সিবাজার, জাগো বিবেক মুন্সিবাজার, মুন্সিবাজার কালচারাল সোসাইটি, একতা যুব সমাজ, মাদক নির্মুল কমিটি, সাইবার ফ্রেন্ডস ক্লাব, সেইভ সিলেট, মুন্সিবাজার কম্পিউটার সেন্টার, মুন্সিবাজার ফুটবল একাডেমি, স্বপ্নের ঢেউ মুন্সিবাজার ও হলি মিডিয়া ৮৮। এছাড়াও এই মানবন্ধনে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন অংশগ্রহণকারী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। তারা বলেন, ধর্ষকদের কোনো দল থাকে না। তাদের একটাই পরিচয় তারা ধর্ষক। তাই অনতিবিলম্বে সকল ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক।

 

এফএইচ/আরআর-০৮