কমলগঞ্জে কিশোরীকে 'ধর্ষণচেষ্টা', যুবক গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১১, ২০২০
১২:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২০
১২:২২ পূর্বাহ্ন



কমলগঞ্জে কিশোরীকে 'ধর্ষণচেষ্টা', যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাতে কমলগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম লুৎফুর রহমান (২৩)। তিনি উপজেলার পূর্ব আধকানি বাজারের হারুক মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব আধকানি বাজারের বাসিন্দা কিশোরীর পরিবারের লোকজন বাড়ির বাইরে গেলে ওই এলাকার হারুক মিয়ার ছেলে লুৎফুর রহমান ও কাওয়ারগলা গ্রামের সইরত ইসলামের ছেলে ময়নুল ইসলাম (২৪) বাড়িতে গিয়ে কিশোরীকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়। কিশোরী কুপ্রস্তাবে রাজি না হলে অভিযুক্তরা বাড়ির টিউবয়েলের পাশে নিয়ে ধর্ষণের উদ্দেশে তার বস্ত্রহরণের চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এ সময় কিশোরী চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন এবং অভিযুক্তরা পালিয়ে যায়।

ওই কিশোরী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় শুক্রবার রাত পৌনে ৯টায় কিশোরীর পিতা ধনাই মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণচেষ্টা ও সহায়তা করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার রাতেই কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাচালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে আটক করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'শনিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'

 

এসডি/আরআর-০৯