কমলগঞ্জে ভাষা সংগ্রামী মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১১, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন



কমলগঞ্জে ভাষা সংগ্রামী মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত

ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক কমরেড মফিজ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে ধূপাটিলা প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নূরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। বিশেষ আলোচক ছিলেন, সাংবাদিক ও রাজনৈতিক নেতা আব্দুল হান্নান চিনু, স’মিল শ্রমিক সংঘের কেন্দ্রীয় নেতা রুহুল আমীন, কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। এছাড়া আলোচনা করেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, স্থানীয় নেতা এখলাছ উদ্দীন, রমজান আলী, শাহীন আহমদ, স্যামুয়েল বেগমেন প্রমুখ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়নের ধূপাটিলা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মফিজ আলীর জন্ম হয়। ২০০৮ সালের ৩০ আগস্ট কুলাউড়ার একটি কৃষক সভা থেকে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে তিনি দুর্ঘটনায় আহত হন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ অক্টোবর ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এসডি/আরআর-১১