মৌলভীবাজারে ছাত্রলীগ নেতাসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ১২, ২০২০
০৮:৪২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৮:৪২ অপরাহ্ন



মৌলভীবাজারে ছাত্রলীগ নেতাসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকা থেকে ৬২৫ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে মাইজপাড়া রংগু মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. গোলাম সারোয়ার (২৬), নাইমা আক্তার লিপি (২২) ও মাহমুদুর রহমান ইয়াসিন (২৪)। তাদের মধ্যে ইয়াসিন ছাত্রলীগের প্রভাবশালী নেতা বলে জানা গেছে। তিনি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর আমলে জেলায় অনেক প্রভাব খাটিয়েছেন বলে জানান তার প্রতিবেশীরা।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকার রংগু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬২৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তারা রংগু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

এসএইচ/আরআর-০১