শ্রীমঙ্গল প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২০
০৫:০২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৫:০২ অপরাহ্ন
চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন দ্যা হেল্পিং উইং। তারা 'দুই টাকায় দুপুরের খাবার' শিরোনামে শ্রীমঙ্গলে দ্বিতীয় দিনের মত খাবার বিতরণ করলেন।
সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এই কার্যক্রমে সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, রিমু চৌধুরী, তাসনিম চৌধুরী, রাকান মোহাম্মদ ও ওয়াসিফ আহমদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমন মানবিক কাজে নিবেদিত সংগঠনটি ইতিমধ্যে শ্রীমঙ্গলে ব্যাপক সুনাম অর্জন করেছে। তাদের এই কার্যক্রমে সিলেট থেকে যোগ দিয়েছেন সংগঠনের সিলেট কার্যনিবার্হী কমিটির সহসভাপতি ঐশী দাস।
করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সঙ্গে সঙ্গে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোঁটানোর জন্য তাদের এই উদ্যোগ বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী বলেন - 'আমরা চাই না আমাদের সেবা ফ্রীতে নিয়ে কারো আত্মসম্মানে আঘাত করুক। তাই আমরা দুই টাকা করে তাদের কাছ থেকে রাখি। যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা উপভোগ করতে পারেন। তিনি আরও জানান বিত্তবানদের সহযোগিতা পেলে এই কার্যক্রম আরো বেগবান করা হবে।
কেজিকে/বিএ-১৩