রাজনগর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২০
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৯:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও জি আর চালের ডিও বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম রাজনগরে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাজনগর উপজেলায় ৭৭ টি মন্ডপের বিপরীতে ৫০০ কেজি করে প্রতিটি মন্ডপের প্রতিনিধিদের হাতে জি আর চালের ডিও বিতরণ করা হয়।
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মৌলভীবাজার-রাজনগর ৩) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, শাহ শাহিদুজ্জামান ছালিক, সামছুর নুর আজাদ, নজমুল হক সেলিম, ছালেক মিয়া, নকুল চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক, অধ্যক্ষ মো. ইকবাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অসিদ দেব প্রমূখ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিগণ,পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য প্রতিনিধিগণ। সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক, সীমিত আকারে পূজা উদযাপন ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে সবাইকে আহবান করা হয়।
বি এন-৪