কুলাউড়া ইউসিসিএ'র নতুন কমিটির শপথগ্রহণ

কুলাউড়া প্রতিনিধি


অক্টোবর ১৪, ২০২০
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
১০:৪৯ অপরাহ্ন



কুলাউড়া ইউসিসিএ'র নতুন কমিটির শপথগ্রহণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির ২০২০-২৩ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত  সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী প্রথমে ইউসিসিএ'র নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলুকে শপথবাক্য পাঠ করান। পরে নির্বাচিত ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম এবং পরিচালক মো. সুয়াব আলী, হারুন মিয়া, ইন্তাজ আলী, সৈয়দ সিদ্দিকুর রহমান, মিনারা বেগম ও মমতা বেগমকে শপথবাক্য পাঠ করান ইউসিসিএ'র চেয়ারম্যান।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

এ সময় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, নারী ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জুড়ী উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান এম এ ছালাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও সমবায়ীদের পক্ষ থেকে নর্তন সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জামাল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মহসিন হোসাইন ও পল্লী উন্নয়ন জুনিয়র কর্মকর্তা মিন্টু দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুরসাই কৃষক সমবায় সমিতির সভাপতি ছয়ফুল ইসলাম ছয়ফুল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, বিআরডিবি'র মাঠ কর্মকর্তা দিলারা বেগম, শামসুন্নাহার, সৈয়দা নাজনিন আক্তার, শহিদুল ইসলাম, পাল্লাকান্দি সমিতির সভাপতি ছলিম উল্লাহ্, গুড়াভূঁই কৃষক সমিতির ম্যানেজার নিকিল পুরকায়স্থ, মনসুরপুর সমিতির সভাপতি ইউনুস আলী, চুনঘর কৃষক সমিতির ম্যানেজার গিয়াস মিয়া, মইশাজুরী কৃষক সমিতির সভাপতি শাইস্তা মিয়া, করেরগ্রাম কৃষক সমিতির সভাপতি বাবুল মিয়া, সমবায়ী নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান এবং গীতাপাঠ করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা।

 

জেএইচ/আরআর-০৪