প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছেন জুড়ীর ৪ জন

জুড়ী প্রতিনিধি


অক্টোবর ১৪, ২০২০
১১:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
১১:৫৩ অপরাহ্ন



প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছেন জুড়ীর ৪ জন

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করছেন মৌলভীবাজার জেলার ৫ জন স্কাউট। এর মধ্যে ৪ জনই জুড়ী উপজেলার।

জুড়ীর যারা প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা হলেন- জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের জাঙ্গিরাই গ্রামের মুজিবুর রহমান আজিজির ছেলে আব্দুল্লাহ আল মাহি আজিজি, আমতৈল গ্রামের প্রণয় রঞ্জন দাসের ছেলে প্রাঞ্জল দাস, হরিরামপুর স্টেশন রোডের ইন্দ্রমোহন সূত্রধরের মেয়ে সুপ্রিয়া সূত্রধর ঐশী ও জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের স্কাউট জায়ফরনগর গ্রামের মতছিন আলীর ছেলে মোস্তাফিজুর রহমান। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, প্রেসিডেন্টস স্কাউটস অ্যাওয়ার্ড স্কাউটের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা। মহামান্য রাষ্ট্রপতি নিজের হাতে স্কাউটদের এ অ্যাওয়ার্ড প্রদান করবেন।

 

এইচআর/আরআর-০৭