মৌলভীবাজার প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২০
১২:০৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১২:০৯ পূর্বাহ্ন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এসআই আকবরের নেতৃত্বে যুবক রায়হানকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রগতিশীল ছাত্র জোট, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুবিনয় রায় শুভ'র সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সহ-সভাপতি সুমন কান্তি দাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বিনা বিচারে হত্যা, নির্যাতন, ক্রসফায়ার যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে দেশ ধর্ষণের মহারাজ্যে পরিণত হয়েছে, অপরদিকে ধর্ষণরোধে গড়ে ওঠা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে একদল মানুষ উঠে-পড়ে লাগছে। মহামারি ধর্ষণ রোধে চাই রাষ্ট্রীয় যথাযথ উদ্যোগ। পাশাপাশি পুলিশি রাষ্ট্র নয়, সাধারণের রাষ্ট্র কায়েমের জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা দরকার। একই সঙ্গে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার সঙ্গে জড়িত এসআই আকবরসহ জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জনগণের আস্থার স্বচ্ছ বিচার কাঠামো নিশ্চিত করতে হবে।
এসএইচ/আরআর-০৯