বড়লেখা প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২০
১২:১৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১২:১৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে রুহুল আমিন জিবুল (৩৯) ও দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আব্দুল মতিনের ছেলে মাছুম আহমদ (৩৪)।
আদালত সূত্রে জানা গেছে, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে গোপন তথ্য ছিল উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চা-বাগান এলাকায় কয়েকজন মাদকসেবী অবস্থান করছে। এমন তথ্যে সন্ধ্যার পর ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রুহুল আমিন জিবুল ও মাছুম আহমদকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু'জনকেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানে অংশ নেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন।
এজে/আরআর-১০