বিশ্বনাথে একটি ওয়ার্ডের উপনির্বাচন বাতিল

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ১৫, ২০২০
১০:৩৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১০:৩৬ অপরাহ্ন



বিশ্বনাথে একটি ওয়ার্ডের উপনির্বাচন বাতিল

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ওই ওয়ার্ডের অংশবিশেষ নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ায় নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারকের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা নির্বাচন অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ার্ডটির উপনির্বাচন বাতিল করা হয়েছে। এমন নির্দেশনা পেয়েই নির্বাচন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। আগামী ২০ অক্টোবর এ ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য ছিল।

উপনির্বাচন বাতিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, ‘ওই ওয়ার্ডের বিশাল অংশ নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে পূর্ব ঘোষিত ২০ অক্টোবরের নির্বাচন অনুষ্ঠান বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত চিঠি পাঠিয়েছিলাম। বৃহস্পতিবার সকালে বাতিলের নির্দেশনার চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে।’

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছোরাব আলী মারা যাওয়ায় ওয়ার্ডে সাধারণ সদস্য পদ শূন্য ঘোষিত হয়। পরে শূন্য ঘোষিত ওয়ার্ডে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় নামেন। তবে সম্প্রতি ওই ওয়ার্ডের চড়চন্ডি, ছত্রিশ উত্তর, মিয়াজানের গাঁও ও হাবড়া নামক ভোটার এলাকা নবগঠিত বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়। ফলে ওয়ার্ডটির নির্বাচনী এলাকা একেবারে কমে আসে। ভোটার সংখ্যাও কমে এসে দাঁড়ায় মাত্র ১৯ জনে। এত অল্প সংখ্যক ভোটার নিয়ে পৌরসভায় অন্তর্ভুক্ত এলাকার একটি ইউনিয়নের ওয়ার্ডে উপনির্বাচন আয়োজন নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

এমএ/আরআর-০৪