পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২৫
০২:৫৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২৫
০৩:০৩ অপরাহ্ন



পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের


অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মো: আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনিকথা জানান

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।

বিএনপি গত সোমবার ২৩৭টি আসনে তাদের দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়।

আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে নির্বাচনে লড়বেন। উক্ত আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী মনোনীত করেনি।

অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ার আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে ওই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল হন।

জিসি / ০৫