মৌলভীবাজারের লটারির মাধ্যমে ৩২ পুলিশকে পদায়ন

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ১৫, ২০২০
১১:২২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১১:২২ অপরাহ্ন



মৌলভীবাজারের লটারির মাধ্যমে ৩২ পুলিশকে পদায়ন

কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট থেকে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত ৩২ জন পুলিশ সদস্যের বদলিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ। এই ৩২ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ লটারির আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নতুন উদ্যমে মৌলভীবাজারের জনসাধারণের সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের যেকোনো সমস্যা যেমন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে, তেমনি যেকোনো অভিযোগ এলে তার জন্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএইচ/আরআর-০৯