বিশ্বনাথ প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২০
১১:৩১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১১:৩১ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য উপজেলার কারিকোনা গ্রামের প্রবীণ ব্যক্তি মনু মিয়া আর নেই। তিনি গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় নিজ বাড়ি কারিকোনা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মনু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মরহুমের জানাজার নামাজ কারিকোনা গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক ও মরহুমের চাচাতো ভাই সিরাজ আলী।
এমএ/আরআর-১০