ছড়া পরিষদের ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৬, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন



ছড়া পরিষদের ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

‘ধর্ষক মানে ঘৃণ্য অসুর/ ওদের প্রতি সাম্য না/ এক দড়িতে সব ফাঁসি চাই/ অন্য কিছু কাম্য না’ স্লোগানে সিলেটে অনুষ্ঠিত হলো ঐহিহ্যবাহী ছড়া সংগঠন ছড়া পরিষদ সিলেটের ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সমাবেশ। 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ছড়া পরিষদ সিলেটের সহসভাপতি ছড়াশিল্পী অজিত রায় ভজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মিরর এর সম্পাদক আহমেদ নূর। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব এনামুল মুনীর। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আহমেদ নূর বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে ছড়া কতটা জোরালো ভূমিকা রেখেছে। হাজার শব্দে যে কথা পুরোপুরি বলা হয়ে উঠে না সে কথা দুই কিংবা চার লাইন ছড়ায় কত তীব্রভাবে বলা হয়ে যায়।’ তিনি বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে। এ সময়ে ছড়া পরিষদ আবারও স্মরণ করিয়ে দিল ছড়ার মাধ্যমেই শৈল্পিক অথচ তীব্রভাবে প্রতিবাদ জানানো যায়।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনামুল মুনীর বলেন, ‘ধর্ষক বা অপরাধীর কোনো জাত বা দল নেই। তারা ঘৃণীত।’ চিন্তার দিক দিয়ে স্বচ্ছ ও সৎ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘এরশাদ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে আমরা ছড়ার প্রভাব দেখেছি। ‘বলুন দেখি এই দেশেতে সবচেয়ে শরীর তাজা কার/যেই শালারা রাজাকার’-এরকম শক্তিশালী ছড়াগুলো একসময় মানুষের মুখে মুখে ফিরেছে।’

ছড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন এবং সংগঠনের প্রচার ও যোগাযোগ সম্পাদক রিপন আহমদ ফরিদীর সঞ্চালনায় ধর্ষণবিরোধী ছড়াপাঠ ও প্রতিবাদ সভায় অংশ নেন কবি এখলাসুর রহমান, ছড়া মঞ্চের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, শব্দগাঁথা ছড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রানাকুমার সিংহ, ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি অমিতা বর্ধন, গীতিকবি হরিপদ চন্দ, সাংবাদিক ইয়াহইয়া ফজল, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, কামাল আহমদ, ছড়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী, সাংবাদিক দেবব্রত রায় দিপন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, কবি মনজুর মোহাম্মদ, সৈয়দ মুক্তদা হামিদ, সাংবাদিক রাফিদ চৌধুরী, ইফতেখার শামীম, প্রশান্ত লিটন, আবদুল কাদির জীবন, হীরা মোহন রায়, এম আলী হোসাইন, ফয়ছল আহমদ, জুবের আহমদ সার্জন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এমসি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে এমন ন্যাক্কারজনক ঘটনা পুরো সিলেটবাসীকে লজ্জায় ডুবিয়েছে। এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর কেউ ঘটানোর সাহস না পায় সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

 

এএফ/০৪