বড়লেখায় আলুর বাজারে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি


অক্টোবর ১৬, ২০২০
১০:৪৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২০
১০:৪৩ অপরাহ্ন



বড়লেখায় আলুর বাজারে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়ৎসহ ৭টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এ সময় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারের বেঁধে দেওয়া মূল্যে আলু বিক্রি হচ্ছে কি না তা মনিটরিংয়ের জন্য শুক্রবার দুপুরে পৌরশহরের হাজীগঞ্জ বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানের সময় অধিক মূল্যে আলু বিক্রি, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে হাজীগঞ্জ বাজারের আলুর পাইকারি আড়ৎসহ ৭টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে আলুসহ নিত্যপণ্য বিক্রির পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, আলুসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলোতে মনিটরিং করা হবে।

 

এজে/আরআর-০১