বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার
অক্টোবর ১৬, ২০২০
১১:২৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০১:৫৮ পূর্বাহ্ন
নির্মাণাধীণ একটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ২টি ছাগল উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে মারা গেছেন দুই চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায়।
খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ টিমের সদস্যরা ঘটনার ৩ ঘন্টা পর বিকেল ৫টায় দুই চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।
সরেজমিনে চাতলাপুর চা-বাগানে ঘটনাস্থলে গেলে চা শ্রমিকরা জানান, শুক্রবার সকালে দু'টি ছাগনির্মাণাধীণ একটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ২টি ছাগল উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন দুই চা শ্রমিক। দু'টি ছাগল বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে পড়ে যায়। পড়ে যাওয়া ছাগল উদ্ধারে মৃত মোহন বাউরীর ছেলে চা শ্রমিক দুর্গা চরণ বাউরী (২৫) ট্যাংকের ভেতরে নামেন। তাকে উদ্ধার করতে গিয়ে রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫) নিচে নেমে আর উঠে আসতে পারেননি। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দু'জনেই মারা যান।
ঘটনা জানতে পেরে চা-বাগানের ব্যবস্থাপকরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, কুলাউড়া থানা ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ টিমকে অবহিত করেন। কমলগঞ্জের ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ টিমের সদস্যরা বিকেল ৪টায় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টার পর দুর্গাচরণ বাউরী ও রাজু বাউরীর মরদেহ উদ্ধার করেন।
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এটি একটি মর্মান্তিক ঘটনা। দুর্গাপূজার ঠিক আগে চা-বাগানের দুইজন চা শ্রমিকের মৃত্যুতে চাতলাপুর চা-বাগানে শোকের ছায়া নেমে এসেছে।'
নাম প্রকাশে অনিচ্ছুক চাতলাপুর চা-বাগানের একজন ব্যবস্থাপক জানান, এ ঘটনার পর প্রাথমিকভাবে চা শ্রমিকরা উদ্ধারের চেষ্টা করেছিলেন। আরও দুইজন শ্রমিক সেফটি ট্যাংকে নামতে গিয়ে মাঝপথ থেকে ফিরে আসেন। এরপর ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ টিমকে খবরটি জানানো হয়।
কমলগঞ্জ উপজেলা ফয়ার সার্ভিস এন্ড রেসকিউ টিমের কর্মকর্তা আব্দুল কাদির জানান, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু'টি উদ্ধার করেছেন।
এমআর/আরআর-০৪