নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার (১৬ অক্টোবর ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন।
এনএইচ/বিএ-১৩