ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন
‘বর্তমান সরকার গুমের সরকার, ধর্ষণের সরকার, লুটপাটের সরকার। এ সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরাপরাদ লোকদের হত্যা করছে। এ সরকারের কাছে মা-বোন থেকে শুরু করে কেউই নিরাপদ নয়। তাই ব্যালটের মাধ্যমে এ সরকারে যাবতীয় কুকর্মের প্রতিবাদ জানাতে হবে। এই সরকার আপনাদের প্রিয় নেতা, এ এলাকার মাটি ও মানুষের বন্ধু এম. ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে। সরকারের যাবতীয় অপকর্মের জবাব দিতে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই।’
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্ঠা, কেন্দ্রিয় বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম ইলিয়াস আলীর পত্মী তাহসিনা রুশদীর লুনা শুক্রবার বিকেলে ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন উপ-নির্বাচনের দলীয় প্রার্থী আব্দুর রব আল-মামুনের সমর্থনে নির্বাচনীয় প্রচারণায় উপরোক্ত কথাগুলো বলেন।
দলীয় নেতা-কর্মীদের আগামী ২০ অক্টোবর সাদিপুর উপ-নির্বাচনের প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরের দিনের ভোট আর আগের রাতে হওয়ার সুযোগ দেওয়া যাবে না। ভোটার বিহিন ভোটেও কাউকে জয়ী হতে দেওয়া হবে না। এ সরকার জনবিচ্ছিন্ন। সরকার জনরায়কে ভয় পায়। তাই তারা স্বচ্ছা ভোটের আয়োজন না করে কারচুপির মাধ্যমেই জয়ী হতে চায়। দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবার আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিএনপির প্রতিক, খালেদা জিয়ার প্রতিক, ইলিয়াস আলীর প্রতি ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি জয়ী হলে এলাকা বাঁচবে, সানুষ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে।’
স্থানীয় শেরপুর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম মানিক। উপজেলা বিএনপি নেতা শাহ এহিয়া ও ছাত্রদল নেতা সৈয়দ হুমায়েল আহমদ ও এমদাদ আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি তাহসিনা রুশদীর লুনা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম জায়গীরদার।
অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনূল হক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদ, বিএনপি নেতা সৈয়দ মোতাহির আলী, আব্দুল মালিক মেম্বার, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ এনায়েত হোসেন, শাহাব উদ্দিন সুহেল, রায়হান আহমদ, এসএম মাসুদ, আব্দুল রউফ আবদুল, সৈয়দ এনামুল হক পীর, বিশ্বনাথ বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বালাগঞ্জ বিএনপি নেতা আলা উদ্দিন রিপন, যুবদল নেতা আহবাব হোসেন, ইসলাম উদ্দিন, কবির খান, আবু খয়ের চৌধুরী সীপু, সিপু চৌধুরী, মাসুদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহজাহান আলী, সদস্য সচিব রুবেল আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক জাকির আহমদ, মিয়াদ আহমদ, সৈয়দ হুমায়ুন আলী, সদস্য সচিব জায়েদ আহমদ, সদস্য সৈয়দ ইলিয়াস আলী, এনামুল করিম মারজান, আমিনুল ইসলাম জামিলসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
ইউডি/বিএ-০২