রাজনগরে সংবর্ধিত হলেন বিহিত গুপ্ত চৌধুরী বাবলা

রাজনগর প্রতিনিধি


অক্টোবর ১৭, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন



রাজনগরে সংবর্ধিত হলেন বিহিত গুপ্ত চৌধুরী বাবলা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর মেধা ও সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়াম রাজনগরে শুক্রবার বেলা ৩টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি প্রিন্সিপাল মো. ইকবালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খছরু চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী। এতে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহিত গুপ্ত চৌধুরী বাবলা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোট ২৯ জন ব্যাক্তিকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিহিত চৌধুরী বাবলার পরিচয় তুলে ধরা হয়। সিলেট এম সি কলেজের ছাত্রাবাসে সদ্য ঘটে যাওয়া ধর্ষণের সময় ধর্ষকদের নিকৃষ্ট কর্মকান্ড বাবলাই প্রথমে পুলিশকে জানান, বাবলা সেইসময় অপরাধের আলামতের বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন। যার কারণে ধর্ষকরা সহজে আটক হয়। বাবলা তার বক্তব্যে বলেন আমি ভাইরাল হতে কাজটি করিনি বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই ঐ দিন এগিয়ে এসেছিলাম।

বাবলার পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের দঃ দাসপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত বিজন গুপ্ত চৌধুরী, মা স্মৃতি গুপ্ত চৌধুরী।

এসএফ/বিএ-০৩