কুলাউড়া প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২০
০৯:০১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৯:০১ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট এলাকাভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় 'নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি' স্লোগানকে ধারণ করে কুলাউড়া থানা প্রাঙ্গণ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিট পৌরসভার র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান। র্যালিটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
র্যালি শেষে দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান। এছাড়া বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, ওসি মো. ইয়ারদৌস হাসান, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এসআই সনক কান্তি দাশ, শ্রমিক নেতা সোহাগ আহমদ প্রমুখ।
এদিকে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নেও ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট এলাকাভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।
জেএইচ/আরআর-০১