রাজনগরে বিট এলাকাভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ

রাজনগর প্রতিনিধি


অক্টোবর ১৮, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন



রাজনগরে বিট এলাকাভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট এলাকাভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন বিট এলাকার ইউনিয়ন পরিষদের সামনে এ সমাবেশে শুরু হয়।

জেলা পুলিশের আয়োজনে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিটি বিট এলাকার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সকল শ্রেণি-পেশার মানুষ।

 

এফএইচ/আরআর-০৩