সিলেট বিভাগ জিম মালিক সমিতির যাত্রা শুরু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন



সিলেট বিভাগ জিম মালিক সমিতির যাত্রা শুরু

সিলেট বিভাগের জিমনেশিয়াম মালিকদের স্বার্থ সংরক্ষণ ও জিমের সার্বিক উন্নয়নে আত্মপ্রকাশ করেছে সিলেট বিভাগ জিম মালিক সমিতি। গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরের একটি অভিজাত হোটেলে এক সাধারণ সভার মধ্য দিয়ে এই সংগঠন আত্মপ্রকাশ করে।

সমিতির উদ্যোক্তারা জানান, বাংলাদেশ জিম মালিক সমিতির একটি শাখা হিসেবে সিলেট বিভাগ জিম মালিক সমিতি কার্যক্রম পরিচালনা করবে। এখানে সিলেটের জিম মালিকদের স্বার্থ ও অধিকার রক্ষা, সিলেট বিভাগের জিমনেশিয়ামগুলোর সার্বিক উন্নয়ন এই সমিতির মূল লক্ষ্য। শীঘ্রই জিম মালিকদের স্বার্থ রক্ষায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।   

সেলেব্রিটি ফিটনেস ক্লাবের স্বত্বাধিকারী সুবেদ নূর নয়ন ও আয়রন ওয়ারিয়রস জিমের স্বত্বাধিকারী আব্দুল্লাজ আল খালেদের উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন জিমের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।