কমলগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২০
১১:৫৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২০
১১:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা করেছে কমলগঞ্জ উপজেলা যুবলীগ।
আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক বাবুল ও শায়েখ আহমদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান আজাদ।
সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আলাল আহমদ, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম ইলিয়াস, ময়নুল খান, জহির আলম নান্নু, আদমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুদ্দিন আহমদ, রহিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন আহমেদ, মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি বদরুল হোসেন প্রমুখ।
এ সময় কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ও ৯টি ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসডি/আরআর-০৬