কমলগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ।
আজ রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক বাবুলের সঞ্চালনায় দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আলাল আহমদ, নুরুল ইসলাম ইলিয়াস, ময়নুল খান, জহির আলম নান্নু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া এ সময় কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়।
এসডি/আরআর-০৭