কুলাউড়া প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২০
১০:৩৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২০
১০:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে খলিল (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে ওই শ্রমিকের লাশ তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন ও কুলাউড়া হাসপাতাল সুত্রে জানা যায়, গত রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রমিক খলিলকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রেজিস্ট্রারে খলিলের পিতার নাম আরিজুন, গ্রাম রামপাশা ও আরব ব্রিক ফিল্ড নামে ঠিকানা উল্লেখ করা হয়।
হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে বিষয়টি পুলিশকে না জানিয়ে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা জেলায় পাঠিয়ে দেন ওই ইটভাটার মালিক কালাই মিয়া। বিষয়টি এলাকায় জানাজানি হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ইটভাটার মালিক মালিক কালাই মিয়া জানান, শ্রমিক খলিল অসুস্থ ছিলেন। হঠাৎ করে তিনি মারা গেছেন। তার লাশ সাতক্ষীরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে খলিলের সঠিক ঠিকানা বলতে রাজি হননি তিনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, 'বিষয়টি আমি জানি না। বিষয়টি এখনই তদন্ত করে দেখছি।'
জেএইচ/আরআর-০৬