শ্রীমঙ্গল প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২০
১১:৫৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২০
১১:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশীদ ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাওসার আহমেদ সিএনজিচালিত অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চশমা প্রতীকে ২৭৮৩ ভোট, মো. জলিল মাহমুদ আনারস প্রতীকে ১ হাজার ৫৪৭ ভোট ও মোল্লা কবির আহমেদ মোটরসাইকেল প্রতীকে ৭৭৮ ভোট পেয়েছেন।
অন্যদিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো. ছুফি মিয়া ৬ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্ধী ছিলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অপুর্ব চন্দ্র দেব। তাঁর প্রাপ্ত ভোট ৬ হাজার ৪৫৩টি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৯টি ভোটকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ৬৪৮ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই করেন মোট ৫ জন প্রার্থী। আর মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৫৪৯ জন। এ ইউনিয়নে দু'জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জিকে/আরআর-১০