শ্রীমঙ্গলে প্রস্তুত ১৬৬টি পূজামন্ডপ, পুলিশের মহড়া

শ্রীমঙ্গল প্রতিনিধি


অক্টোবর ২১, ২০২০
১১:৪০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২০
১১:৪০ অপরাহ্ন



শ্রীমঙ্গলে প্রস্তুত ১৬৬টি পূজামন্ডপ, পুলিশের মহড়া

সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর)। প্রতিটি মন্ডপে এখন উৎসবের আমেজ।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পুলিশ প্রশাসনও স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সবধরণের উদ্যোগ নিয়েছে। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে করে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারির কারণে এ বছর আড়ম্বর হচ্ছে না কোনো মন্ডপে। এবার উপজেলার মোট ১৬৬টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ বছর করোনা থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ‘পূজা আয়োজনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সতর্ক থাকব। দর্শনার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। যেকোনো জায়গায় কোনো ধরণের সমস্যা হলে সরাসরি শ্রীমঙ্গল থানার সরকারি নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে জানানো হয়েছে।

 

জিকে/আরআর-০৪